মদিনা সাংবাদিক পরিষদের ইফতারে ইকবাল সোবহান
সৌদি আরবে ইফতার ও দোয়া মাহফিল করেছে মদিনা সাংবাদিক পরিষদ। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
স্থানীয় সময় বুধবার মদিনায় মসজিদে নববির পাশে বাঙালি মার্কেটে এশিয়া হোটেল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আরটিভির মদিনা প্রতিনিধি মুছা আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মুহাম্মাদুল্লাহ মাহদি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক জজ ইকতেদার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ নিউজের সম্পাদক ইলিয়াস কাঞ্চন।
আলোচক ছিলেন দৈনিক প্রবাসীকাল ডটকমের সম্পাদক ও মদিনা সাংবাদিক পরিষদের সহসভাপতি যাকারিয়্যা মাহমূদ। তিনি মাহে রমজান ও আল কোরআন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মাই টিভির প্রতিনিধি ফ ই ম ফরহাদ, যুগ্ম সম্পাদক বাংলাভিশনের আবুল খায়ের আশিক, অর্থ সম্পাদক আজকের সময় ডটকমের দেলওয়ার হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম কে টিভির জাবেদ ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রবাসী সাংবাদিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানের প্রধান আলোচক বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো প্রবাসী শ্রমিক। প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থেই আজ দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, দেশের সুবিধাভোগী একটি শ্রেণি গত ১৩ বছরে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। এভাবে অর্থ পাচার হতে থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও শিক্ষক, চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে দেশ ও জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।