মদিনায় জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করেছে মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল মঙ্গলবার সৌদি আরব সময় রাত ১০টায় মদিনায় অবস্থিত মসজিদে নববীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন চৌধুরী। এ ছাড়া আলোচনায় অংশ নেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ সেলিম, সিনিয়র সহসভাপতি নিয়াজ খান নোমান, সহসভাপতি হানিফ কাজী, মাওলানা হারুনুর রশীদ, মোতালেব ফকির, নাছির উদ্দীন নুরী, অর্থ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।
এ ছাড়া সংগঠনটির কুবা শাখার সভাপতি মাহমুদুর রহমান টিপু, সউক খোদরা শাখার সভাপতি ইব্রাহীম গাজীসহ আরো বক্তব্য রাখেন সংগঠনটির নেতা সিরাজুল ইসলাম, মুহাম্মদ তারেক, শফিকুল ইসলাম, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ আখতার, জর্জেস কাজী, আনিস কাজী, পরশমনিসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশদ আলোচনা করে বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত করে বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু না থাকলে কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্বমানচিত্রে আমরা আলাদা পরিচয় পেতাম না।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।