শোক দিবসে মদিনায় আওয়ামী ফাউন্ডেশনের আলোচনা সভা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মদিনা শহরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মদিনা আওয়ামী ফাউন্ডেশন।
স্থানীয় সময় গত ১৫ আগস্ট রাত ১১টার দিকে মদিনার একটি রেস্তোরাঁয় ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য কায়কোবাদ ওসমানী মাসুদ ।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিকের উপস্থাপনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেয়াকত আলী সওদাগর, আবুল হাশেম সওদাগর, সহসভাপতি সায়েম আহমদ, ফয়েজ আহমদ সিকদার, আলা উদ্দিন আহমদ চৌধুরী, মদিনা জেলা যুবলীগ সভাপতি আবদুল মালেক মাদানী, সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীর, মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুছা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া।
শোকসভায় প্রধান বক্তা ছিলেন মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মোহা নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাবেক চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোহা নেজাম উদ্দিন নেজাম, শাহীন খলিফা, শাহাদত হোসেন মজুমদার, নুরুননবী মজুমদার, মোহা শরীফ উদ্দিন চৌধুরী, দুলাল শিকারি, মামুন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি আব্দুল মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মদিনা আওয়ামী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফেরদৌস আলম।