মদিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে সৌদি আরবে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখার উদ্যোগে গত মঙ্গলবার রাত ৯টায় মদিনায় হোটেল জাইকা মেহরানে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে কথা বলেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ২৪ বছর আগে দেশের জনসংখ্যা ছিল ১০ কোটি। গাড়ি ও সড়কের সংখ্যাও ছিল অনেক কম। কিন্তু সড়ক দুর্ঘটনা ও হতাহতের পরিমাণ ছিল অনেক বেশি। তখন সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজারের ওপর। আহতের সংখ্যা ছিল গড়ে ২৫ থেকে ৩০ হাজার। আজ দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। গাড়ির সংখ্যা ৩০ লাখ। সড়কের পরিধি অনেক বেড়েছে। সে তুলনায় সড়ক দুর্ঘটনা এবং এতে নিহত ও আহতের সংখ্যা অনেক কমে এসেছে। গত বছর সড়কে দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ৩৪৭টি। এসব দুর্ঘটনায় নিহত হন পাঁচ হাজার তিনজন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা আমাদের দেশেও সম্ভব। এ জন্য বাকি সাড়ে তিন বছর আমাদের ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। সরকারি-বেসরকারি এবং সব সামাজিক সংগঠন, বিশেষ করে রোড সেফটি (সড়ক নিরাপত্তা) বিষয়ে কাজ করছে যেসব সংগঠন, তাদের এগিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে সরকারি ও আন্তর্জাতিক বাজেট বৃদ্ধি করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সৌদি আরবের যুগ্ম আহ্বায়ক মদিনা বাংলাভিশন দর্শক ফোরামের সভাপতি আবদুস সামাদ আজাদ। সঞ্চালনায় ছিলেন নিসচা সৌদি আরবের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব কমিউনিটি নেতা সমাজসেবক কাজী শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আলম বলেন, ইলিয়াস কাঞ্চনের ঐকান্তিক শ্রম ও চেষ্টায় নিরাপদ সড়ক চাই আজ একটি আন্তর্জাতিক সংগঠনে রূপান্তরিত হয়েছে। এই সংগঠনের হাজার হাজার কর্মী-সমর্থকের শ্রম ও মেধার বিনিময়ে ২২ অক্টোবর সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মর্যাদা লাভ করেছে।
শাহ আলম বলেন, বাংলাদেশ সরকারকে বিশেষ ধন্যবাদ দিবসটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার জন্য। নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দুই যুগ ধরে সড়ক যাতায়াত নিরাপদ করতে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মতো সৌদি আরবেও নিরাপদ সড়ক চাই একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রবাসীদের কাছে নিরাপদ সড়ক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রবাসীদের নিয়ে নিসচা সৌদি আরবে আগামীতে আরো ব্যাপক পরিসরে কাজ করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সভাপতি মূসা আবদুল জলিল, অ্যাসোসিয়েশন অব মদিনা অনলাইন অ্যাক্টিভিস্টের সভাপতি ফ ই ম ফরহাদ, আলোকিত বার্তা পাঠক ফোরামের সভাপতি রবিউল হোসেন, সৌদি আরব সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি মো. নাসিরুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উসমান গনি, সমাজসেবক হাফিজ আহমদ সাগর।
প্রধান আলোচক ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের এমফিল গবেষক, প্রবাসীকাল ডটকম-এর সম্পাদক ও মদিনা সাংবাদিক পরিষদের সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যাকারিয়্যা মাহমূদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর, আমির উদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ তালুকদার, আবদুল মালেক মাদানী, জহিরুল হুদা আলমগীর, সাংবাদিক আতিক উল্লাহ, সাংবাদিক জাবেদ ইকবাল ও সাংবাদিক মো. শামীম।
অনুষ্ঠানের শেষে মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের সব শহীদ ও মরহুমা জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সবার আত্মার শান্তি কামনায়, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।