মদিনায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
সৌদি আরবের মদিনায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রবাসীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে মদিনা আল নাখিল কমিউনিটি সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
প্রবাসের ব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি পেতে সেখানে উপস্থিত হয়েছিলেন দলমত-নির্বিশেষে অনেক প্রবাসী। এ আয়োজন কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় মিলনমেলায়। হৈচৈ আর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন মদিনার প্রবাসীরা।
এইচ এম ফখরুদ্দিন খান মাদানীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজক কমিটির আহ্বায়ক মো. মাহফুজুল আলম।
মদিনা কমিউনিটির নেতা জাহেদ চৌধুরীর সঞ্চালনায় মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ মো. জাহাঙ্গীর, আবদুল মালেক মাদানী, জহুরুল হুদা আলমগীর, নাছরুল্লাহ ফারুক, শাহিনুর আলম, মাওলানা জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, মো. হারুনুর রশিদ, শাহেদ কুতুবি, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামছুল আলম, আবু বকর ও হাজি আবু তাহের।
আলোচনা শেষে দেশাত্মবোধক গান, কৌতুক, দেশীয় ঐতিহ্যবাহী খেলা কাবাডি, বস্তা দৌড়, মোরগ লড়াই, বেলুন ফোটানো ও ফুটবল খেলার আয়োজন করা হয়। এই সময় মিলনমেলায় আসা প্রবাসীদের সাথী হোটেলের সৌজন্যে টি-শার্ট ও ঢাকা হোটেলের সৌজন্যে ক্যাপ দেওয়া হয়।
খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। সব শেষে র্যাফল ড্রর আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভিসহ দেশের শীর্ষস্থানীয় অনেক চ্যানেল।