মদিনায় প্রবাসী সেবাকেন্দ্রের প্রচারণা সভা
সৌদি আরব মদিনায় প্রবাসী সেবাকেন্দ্রের মাধ্যমে তাদের দোরগোড়ায় সেবা প্রদান শীর্ষক সেবাকেন্দ্রের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় রাত ১০টায় মদিনার রিমাস কনফারেন্স সেন্টারে এই সভার আয়োজন করে সৌদি আরবের কনস্যুলেট জেনারেল। এই সেবাকেন্দ্রের তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করেন কনস্যুলেটের কর্মকর্তা মো. মহসিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সারতাজুল আলম দিপু।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন এই সেবাকেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। সেবাকেন্দ্রের মাধ্যমে যেসব সেবা পাওয়া যাবে সেসব বিস্তারিত বলেন তিনি। এসময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কনস্যুলেটের কনসাল জেনারেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, কনসাল পাসপোর্ট কামরুজ্জামান, প্রথম সচিব মজিবুর রহমান ও কনসুলেটের কর্মকর্তারা।