মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বই উৎসব
সৌদি আরবের মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া উপলক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টায় স্কুলে আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুসা আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন স্কুলের অর্থ বিষয়ক সম্পাদক মো. এহসান উদ্দিন।
স্কুলের প্রধান শিক্ষক শহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি ফ ই ম ফরহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সুমন ও সদস্য শামীম আল মুনতাসির।
বক্তব্য দেন রবিউল হোসেন চৌধুরী, ফজল খান, মাহফুজ, সাংবাদিক, মাধবী আক্তার, রাবিয়া সোলতানা ও আমির।
বই বিতরণ উৎসবে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, ছাত্রীদের উপবৃত্তি প্রদানসহ নানামুখী কাজ করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।