মদিনায় একটি দুর্ঘটনায় তছনছ সিরাজুলের জীবন
প্রবাসে পরিশ্রম আর থাকা-খাওয়ার কষ্ট হলেও পরিবারে সচ্ছলতা আনতে মুখ বুজে ২২ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল এলাকার সিরাজুল ইসলাম (৪২)। সৌদি আরবে কষ্টার্জিত টাকায় স্বপ্ন ছিল দুই মেয়েকে চিকিৎসক বানানোর। কিন্তু তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা।
মদিনা থেকে তরিকে আল গাছিমে যাওয়ার পথে পেছনে থেকে একটি গাড়ি ধাক্কা দেয় সিরাজুলকে বহনকারী গাড়িটিতে। এতে সিরাজুলের গাড়িটি উল্টে যায়।
ওই দুর্ঘটনায় সিরাজুলের দুটি পায়ে আঘাত লাগে। তাঁকে মদিনার মালিক ফাহাদ হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ পাঁচ মাস ১২ দিন তিনি হাসপাতালে ছিলেন।
সিরাজুল এনটিভিকে জানান, তিনি একটি দোকানে কাজ করতেন। হাসপাতালে পাঁচ মাস ১২ দিনে প্রায় ৪০ হাজার রিয়াল খরচ হয়েছে তাঁর। সামর্থ্য না থাকায় তিনি হাসপাতাল থেকে বাসায় চলে গিয়েছেন। এখনো তিনি ভালো করে হাঁটতে পারেন না। নিজের খরচ ও সংসারের হাল ধরতে খুব কষ্ট হয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন সিরাজুল, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার পরিবারের হাল ধরতে পারেন। পূরণ করতে পারেন মেয়েদের স্বপ্ন।