গুলশানে নিহতদের স্মরণে মদিনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মদিনা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মদিনা মনোয়ারায় এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আজগর আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। মদিনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম (শ্রম)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি নিয়াজ খান নোমান, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মোতলাব ফকির, সিরাজুল ইসলাম, কাইছার হামিদ, তারেক, শফিক, ইব্রাহীম গাজী প্রমুখ।
বক্তারা গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে সন্ত্রাসবাদ ও মানুষ হত্যার অনুমোদন ইসলামে নেই। গুলশান হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত জিম্মি ঘটনা দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মদিনা স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের আগে হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনজাত করা হয়।