তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ঈদ পুনর্মিলনী
সৌদি আরবের তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার সৌদি আরব সময় রাত ১০টায় তাবুকের একটি কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান হয়।
পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার আশরাফ। স্বাগত বক্তব্য দেন আবদুল জলিল মৃধা।
শুভেচ্ছা বক্তব্য দেন মো. মহসিন, হাফিজুর রহমান, হাসান আক্তার, শাহআলম চৌধুরী, খলিল মৃধা, তানভীর আলম, শওকত, ফারুক আহমদ ও নুরুল ইসলামসহ আরো অনেকে।
খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এই পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল তাবুক প্রবাসী চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।