সৌদির তাবুকে জাতীয় শোক দিবস পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সৌদি আরবের তাবুক বঙ্গবন্ধু পরিষদ। তাবুকের একটি কমিউনিটি সেন্টারে রোববার স্থানীয় সময় রাত ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল মালেক। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাব ও মোহাম্মদ বেলালের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন চিকিৎসক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ আশরাফ ও ডা. তানভির আহমেদ। প্রধান বক্তা ছিলেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জসিমুদ্দীন, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সায়ীদ, আবদুল ওয়াহাব, নুরুল ইসলাম, মিজানুর রহমান, মোহাম্মদ বাহাউদ্দিন, নিজাম, মোফাজ্জল ও নজরুল রাজন।
শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গণমানুষের কল্যাণে রাজনীতি করেছেন। জনগণের অর্থনৈতিক মুক্তি ও শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন সর্বজনীন নেতা।’
বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র আমরা তাঁর মাধ্যমেই পেয়েছি। তাই বঙ্গবন্ধুর অবদান সবাইকে স্বীকার করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা একটি সুখী-সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।’
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-পরিজনের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।