আপনার জিজ্ঞাসা
অনুতাপের পর গুনাহ মাফ হলেও কি দেখানো হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে মোহাম্মদ সুজন জানতে চেয়েছেন, অনুতপ্ত হওয়ার পর গুনাহ মাফ হলেও কি দেখানো হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সুরা যিলযালে আল্লাহ বলেছেন, কেউ অনু-পরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখানো হবে। আমার প্রশ্ন হলো—কেউ অনুতপ্ত হওয়ার পর আল্লাহ যদি কারও পাপ ক্ষমা করে দেন, তাহলেও কি সেটা দেখানো হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটি আয়াতের অংশ উল্লেখ করে বলেছেন—কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ পাপ করেন, সেটি আল্লাহ দেখাবেন। আপনাকে আয়াতের অর্থ ভালোভাবে বুঝতে হবে। এ আয়াতে কি এটা বুঝানো হয়েছে যে, কোনো ব্যক্তি যদি সামান্য গুনাহ করে আল্লাহর কাছে তওবা করার পর মাফ পেলেও আল্লাহ দেখাবেন? এখানে দুটি অবস্থা। একটি হলো—কেউ অনুতপ্ত হওয়ার পর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে সেটা পরিপূর্ণ রূপেই আল্লাহ মুছে দেবেন। যদি সত্যিকার অর্থেই আল্লাহ মাফ করেন, তাহলে গুনাহগুলো আর দেখানো হবে না। আবার কিছু কিছু গুনাহ আছে, যেগুলোকে আল্লাহ মাফ চাওয়ার পর সেগুলোকে হাসানাতে পরিণত করে দেবেন। তাই বলব—অর্থ বুঝে পড়া উচিত। ক্ষমারও বিভিন্ন ধাপ আছে।