আপনার জিজ্ঞাসা
অহংকার অন্তরে থাকলে কি শাস্তি পেতে হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আব্দুল হান্নান জানতে চেয়েছেন, অহংকার অন্তরে থাকলে কি শাস্তি পেতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অহংকার অন্তরে থাকলে কি শাস্তি পেতে হবে? নাকি অহংকার প্রকাশ করলে শাস্তি হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, অহংকারের প্রকৃত অর্থ কিংবা অহংকার কাকে বলে আপনি যদি জানতেন তাহলে হয়তো এই প্রশ্ন আপনার মনে আসতো না। রাসুল (সা.) একদিন তার সাহাবিদের বলেছিলেন, ‘যার অন্তরের মধ্যে ধুলিকনা পরিমান অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ সেই সঙ্গে রাসুল (সা.) অহংকারের বিষয়ে বিস্তারিত বলেছেন। তিনি বলেছেন, ‘অহংকার অন্তরের বিষয়। বাহ্যিক রূপরেখা যেটা রয়েছে সেটা মূল অহংকার নয়। এটার দুটি দিক। একটি হলো—হক যখন তার কাছে স্পষ্ট হবে তখন তিনি অহংকারী। দ্বিতীয়ত হলো, যে মানুষকে ছোট করে দেখে সেই অহংকারী। মানুষকে ছোট করে দেখলে কিংবা হেয় করে দেখলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা মুখে প্রকাশ করলেও অহংকারী আবার অন্তরে তাকলেও অহংকারী। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।