আখেরি সোম্বা বলতে কী বোঝায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১২তম পর্বে ই-মেইলের মাধ্যমে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, আখেরি সোম্বা বলতে কী বোঝায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আখেরি সোম্বা বলতে কী বোঝায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আখেরি সোম্বা কথাটি সত্যি নয়। আপনি যেটা বুঝাতে চেয়েছেন হলো, আখেরি চাহার সোম্বা। এখানে আখেরি বলতে শেষ, আর চাহার সোম্বা বলতে বুধবার। মানে শেষ বুধবার। এখানে শেষ বুধবার বলতে আসলে কি বুঝানো হয়েছে সেই ধারণা নেই। তবে প্রচলিত আছে—সফর মাসের শেষ বুধবারকে আখেরিসোম্বা বলা হয়। কিন্তু এই দিনে কোনো আমল কিংবা ফজিলত আছে কি না তার ব্যাপারে জানা যায়নি। তাই এটা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এর কোনো সহীহ ভিত্তি নেই।