আপনার জিজ্ঞাসা
আত্মহত্যা থেকে বাঁচার জন্য কী করা যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭২১তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, আত্মহত্যা থেকে বাঁচার জন্য কী করা যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আত্মহত্যা থেকে বাঁচার জন্য কী আকিদা রাখব, কেমন চিন্তা থাকতে হবে, বা আত্মহত্যা থেকে বাঁচতে কী করা যায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আত্মহত্যার কারণ হলো একটাই যে, ব্যক্তির তাকদিরের প্রতি যে ইমান, সেটা খুব দুর্বল। কারণ, আল্লাহর নির্ধারণের প্রতি মানে আল্লাহর আমার প্রতি যে বরাদ্দ, তার প্রতি যদি সন্তুষ্ট হতাম তাহলে আত্মহত্যার কথা আসতোই না। এ জন্য তাকদিরের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনি যে অবস্থায় আছেন, সে অবস্থাকে আপনার অবশ্যই মেনে নিতে হবে। আপনি দেখা যায় অনেকের চেয়ে ভালো আছেন। আপনার চেয়েও খারাপ অবস্থায় অনেকে আছেন। অনেকের তো থাকার ঘরও নেই, কোনো জায়গা নেই। তাহলে তারা তো টিকে আছে। এসব আপনাকে বুঝতে হবে। এসব মানুষকে জানতে হবে। এসব চেতনা জাগ্রত করতে হবে। আত্নহত্যা তো মুক্তির পথ নয়। আপনি তো জানেন না ভবিষ্যৎ কী হতে পারে। আল্লাহ একমাত্র জানেন, আপনার সঙ্গে কী হবে! আপনি যেটা ভাবছেন খারাপ হবে, সেটা তো খারাপ নাও হতে পারে। আপনাকে হতাশ হলে হবে না। আত্মহত্যা ভয়ংকর অপরাধ। আত্মহত্যা প্রবণতায় ভোগা লোকগুলো প্রথমত পরিবার থেকে বিছিন্ন হয়ে যায়। তাই, এ অবস্থায় পরিবারকে সচেতন হতে হবে। তার প্রতি পরিবারের সাপোর্ট প্রয়োজন। সামাজিকভাবেও তাদের পাশে থাকতে হবে। তার হাত শক্ত করে সবাইকে ধরতে হবে এবং সাহস যোগাতে হবে।