আপনার জিজ্ঞাসা
আত্মীয়দের পর কাকে জাকাত দেওয়া বেশি উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের দশম পর্বে টেলিফোনের মাধ্যমে উত্তরা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, আত্মীয়দের পর কাকে জাকাত দেওয়া বেশি উত্তম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আত্মীয়দের পর কাকে জাকাত দেওয়া বেশি উত্তম?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন অনুযায়ী বলব—জাকাতের খাত আল্লাহতায়ালা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহতায়ালা কোরআনে এটি নির্দিষ্ট করে দিয়েছেন। তাতে কিন্তু আল্লাহ আত্মীয়-স্বজনের কথা বলেছেন। আত্মীয়-স্বজন যদি ফকির হয়, তাহলে আত্মীয়-স্বজন পাবে, নয়তো নয়। জাকাতের ক্ষেত্রে প্রথমত প্রাধান্য পাবেন ফকিরেরা। যাদের অবস্থা হলো যে, কিছুই নেই, মৌলিক অধিকার পূরণ করতে পারছে না, তারা। দ্বিতীয় খাত হলো—যার কোনো রকম কিছু আছে, কিন্তু যথেষ্ট নয়। এদেরকেই জাকাত দিতে হবে। যদি এদের মতো আত্মীয় থাকে, তাহলে দিতে পারবেন। কিন্তু, এ ছাড়া আত্মীয় এর মধ্যে পড়বে না। জাকাতের খাতে আল্লাহতায়ালা কোথাও আত্মীয়-স্বজনের কথা বলেননি।