আপনার জিজ্ঞাসা
আত্মীয় যদি ক্ষতি করে তাহলে কি সম্পর্ক ছিন্ন করা যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, আত্মীয় যদি অনিষ্ট করে তাহলে কি সম্পর্ক ছিন্ন করা যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আত্মীয় যদি ক্ষতি করে তাহলে কি সম্পর্ক ছিন্ন করা যাবে? উনি এমন আত্মীয় যে, সবার ক্ষতি করেন, চরিত্র ভালো না, নামাজও পড়ে না, সবার ক্ষতি করতে মুখিয়ে থাকেন। এমন অবস্থায় তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দূরে থাকা যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি অনেক দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন। আপনার ব্যাখ্যা অনুযায়ী কোনো সন্দেহ নেই যে, এই ধরণের মানুষ সমাজে থাকতে পারে। এখন আপনি যদি নিশ্চিত হন যে, তার এসব খারাপ অভ্যাস আছে তখন আপনি চাইলে তার থেকে দূরে থাকতে পারেন। আপনি শুধু সৌজন্যবোধ রাখতে পারেন। এ ছাড়া আপনি দূরে থাকতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আত্মীয়তার সম্পর্ক রাখা মানে এই নয় যে সারাদিন আত্মীয়দের সঙ্গে সঙ্গে থাকা। এটার মানে হলো, খোঁজ-খবর নেওয়া, কিংবা বিপদে সাহায্য করা এইতো। এখন আপনি অনিষ্টতার আশঙ্কা থাকলে অবশ্যই দূরে থাকতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। তবে আত্মীয় যদি পরিবারের হয়ে থাকে কিংবা সন্তান হয়ে থাকে তাহলে নসিহত করা আমাদের দায়িত্ব।