আপনার জিজ্ঞাসা
ইচ্ছাকৃত নামাজ না আদায়ের ভুল বুঝতে পারলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে সাভার থেকে হেলাল আহমেদ নামের একজন জানতে চেয়েছেন, ইচ্ছাকৃত নামাজ না আদায়ের ভুল বুঝতে পারলে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইচ্ছাকৃত নামাজ না আদায়ের ভুল বুঝতে পারলে কী করণীয়? এসব নামাজ আদায়ের কোনো ব্যবস্থা আছে কি? বেশি নফল নামাজ পড়তে হবে, নাকি শুধু ক্ষমা চাইলেই হবে?
উত্তর : সালাত পরিত্যগ করা, ইচ্ছাকৃত সালাত বর্জন করা কিংবা সালাত না পড়া ব্যক্তি কাফের। সুতরাং, এ সালাত আদায় করার আর কোনো পদ্ধতি নেই। ইচ্ছাকৃত বর্জন করা সালাতের কাজা কিংবা কাফফারা কিছু নেই। কাজা ও কাফফরা এসেছে সেটায় যেটা অনিচ্ছাকৃতভাবে যেটা মিস হয়। ইচ্ছাকৃত সালাত বর্জন করার জন্য আপনাকে সারা জীবন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তওবা করে অনুতপ্ত হতে হবে। ভয়ংকর একটা আজাব আপনার গোটা জীবনে থাকবে। তাই পুরো জীবনই আল্লাহর কাছে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। তাই, আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। অনিচ্ছাকৃত বা কোনো কারণে আপনার সালাত মিস হলে একটা কথা হতো, কিন্তু এটা তো ইচ্ছাকৃত। এটার কোনো কাজা বা কাফফারা কিছু নেই। আপনার এখন একটাই কাজ—বেশি বেশি তওবা করা এবং সেইসঙ্গে নফল নামাজ পড়া।