আপনার জিজ্ঞাসা
ইয়া লতিফু প্রতিদিন পড়লে কি বিয়ে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে সুলতানা নামের একজন জানতে চেয়েছেন, ইয়া লতিফু প্রতিদিন পড়লে কি বিয়ে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইয়া লতিফু প্রতিদিন পড়লে কি বিয়ে হবে? শুনেছি এটা প্রতিদিন ১০০ বার করে পড়লে নাকি ৪০ দিনের মধ্যে বিয়ে হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা জানতে চেয়েছেন, সেই বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ইয়া লতিফু প্রতিদিন ১০০ বার পাঠ করলে ৪০ দিনের মধ্যে বিয়ে হওয়ার বিষয় কোনো হাদিসে আসেনি। এগুলো অনেকটা আমরা নিজেরা সৃষ্টি করেছি। এ ছাড়া কারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই। থাকলেও অভিজ্ঞতার মাসআলা আলাদা। অভিজ্ঞতা আর হাদিস পুরোপুরি আলাদা। হাদিস দ্বারা এ ধরনের বক্তব্য প্রমাণিত হয়নি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।