আপনার জিজ্ঞাসা
ঈদের আগের রাতে কী কী আমল করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ষষ্ঠ পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, ঈদের আগের রাতে কী কী আমল করা যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈদের আগের রাতে কী কী আমল করা যাবে?
উত্তর : ঈদের আগের দিন রাতের ইবাদতের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। ঈদের আগের রাতে বিশেষ ইবাদতের কথা উল্লেখ নেই। এই রাতের ফজিলত বা আমল নিয়ে রাসুল (সা.) এর কোনো রেওয়াজ নেই। ঈমাম শাফি (রা.) এর এক রেওয়াজেও নেই। তবে কেউ কেউ উল্লেখ করেছেন, আল্লাহতায়ালার বিশেষ কয়েকটি রাতের মধ্যে ঈদের রাতও আছে। কিন্তু রাসুল (সা.)-এর কোনো হাদিসে তার প্রমাণ নেই। তাই বলব, এই রাতের কোনো বিশেষ ইবাদত নেই। তবে আপনি এই রাতে ব্যক্তিগত ইবাদত করতে পারেন। বেশি বেশি নফল ইবাদত করতে পারেন। এ ছাড়া বিশেষ কোনো ইবাদত নেই। আপনি আল্লাহর কাছে ইবাদত করুন, ক্ষমা চান, ব্যক্তিগত ইবাদত করুন।