আপনার জিজ্ঞাসা
উচ্চস্বরে জিকির করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড.
মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, উচ্চস্বরে জিকির করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : উচ্চস্বরে জিকির করা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : না, এটি জিকির করার শুদ্ধ নিয়ম নয়। হানাফি ফকিরেরা বলেছেন, জিকির হবে গোপনে। জিকিরের সুন্নাহ হচ্ছে নীরবে করা। জিকিরের সর্বোচ্চ নিয়ম হলো, জিকির কখনও অনেক উচ্চস্বরে হবে না। স্বাভাবিক পর্যন্ত, মানে নিজে শোনা পর্যন্ত,
জিকির জায়েজ আছে। কিন্তু, এরচেয়ে বেশি আওয়াজ করা জায়েজ নেই। উচ্চস্বরে জিকির করা কোরআনবিরোধী বক্তব্য। জিকিরে আওয়াজ বা চিল্লাচিল্লি করা কোরআনবিরোধী। কোরআনে জিকির নিয়ে স্পষ্ট বলা আছে যে, তোমরা আল্লাহর কাছে
জিকির করো গোপনে এবং অত্যান্ত বিনয়ের সঙ্গে। জিকিরের সুন্নাহই হলো এটা। এটাই জিকিরের নীতি।