আপনার জিজ্ঞাসা
ঋণগ্রস্ত মানুষ কেমন আমল করবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৫৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে সামিরা জান্নাত জানতে চেয়েছেন, ঋণগ্রস্ত মানুষ কেমন আমল করবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঋণগ্রস্ত মানুষ কেমন আমল করবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঋণগ্রস্ত কিংবা বিপদে পড়লে যে কোনো ব্যক্তির প্রথম আমল হচ্ছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। পুরুষ হলে অবশ্যই যেন পাঁচ ওয়াক্ত নামাজই জামাতে আদায় করেন। আর নারীরা ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। দ্বিতীয়ত তিনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন। তৃতীয়ত, তিনি যখনই নামাজ পড়বেন তখনই আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে বেশি করে দোয়াগুলো পড়বেন। বিভিন্ন দোয়ার বইতে সব দেওয়া আছে। পড়ে নিয়ে দোয়াগুলো পড়বেন। আর শেষ যেটি সেটি হলো, অবশ্যই রাতের নামাজে আল্লাহর কাছে ভালো করে চাইবেন। সকাল বেলাও অলসতা না করে আল্লাহর কাছে চাইবেন। এই কাজগুলো করলে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পাবেন।