আপনার জিজ্ঞাসা
একাকিত্ব দূর করতে কী করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একজন জানতে চেয়েছেন, একাকিত্ব দূর করার জন্য ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : একাকিত্ব দূর করার জন্য কী করব? এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একাকিত্ব দূর করতে অবশ্যই ইসলামে নির্দেশনা রয়েছে। ইসলামে এর জন্য জামাতকে বাধ্যতামূলক করা হয়েছে। ইসলামে তো একাকিত্বের সুযোগই নেই। আপনি যদি সালাত আদায় করেন, তাহলে সবার সঙ্গে করবেন। সুতরাং, এখানে কীভাবে আমরা একা হবো? এ ছাড়া ইসলাম মানুষের দাম্পত্য জীবনকে ফরজ করে দিয়েছে। ইসলাম সবার জন্য একটা জোড়া তৈরি করে দিয়েছে। সুতরাং, এখানেও একাকিত্ব থাকার প্রশ্ন আসে না। এ ছাড়া ইসলাম মানুষকে পারিবারিক দায়িত্ব দিয়েছে। ইসলাম প্রতিটি মানুষকেই পরিবারের প্রতি দায়িত্ব পালন করার কথা বলেছে। তাহলে একা হওয়ার তো সুযোগই নেই। মানুষকে সামাজিক দায়িত্ব দিয়েছে। রাসুল (সা.) বলেছেন, তোমরা সকলে দায়িত্বশীল। পৃথিবীর কোনো প্রাণী একাকী থাকছে না। আপনি পিঁপড়ার দিকে তাকান, তারাও একাকী নয়। তবুও যদি কেউ একাকী হয়, তাহলে বুঝবেন তার মৌলিকগত সমস্যা হচ্ছে। এর জন্য তার চিকিৎসা নিতে হবে। এর জন্য প্রথমত কোরআনের সাহায্য নিতে পারেন। মানুষ একাকী হলে কোরআনের সঙ্গে চলে আসবেন। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কোরআনের সঙ্গে যুক্ত থাকলে আর একাকিত্ব লাগবে না। দ্বিতীয়ত হলো, সালাতে আত্মনিয়োগ করতে হবে। সালাত হলো মানসিক প্রশান্তির নাম। সালাত পড়ে যদি এই প্রশান্তি না আসে, মনে হবে আপনার সালাতে গ্যাপ আছে। তাই সালাতে মনোযোগী হতে হবে। তাহলে আর একাকিত্ব মনে হবে না।