আপনার জিজ্ঞাসা
এতিম ভাগ্নেকে ফিদিয়া দেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের পঞ্চম পর্বে টেলিফোনের মাধ্যমে জামালপুর থেকে একজন জানতে চেয়েছেন, এতিম ভাগ্নেকে ফিদিয়া দেওয়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার মায়ের বয়স ৮০ বছর। তিনি রোজা রাখতে পারছেন না। ফিদিয়ার টাকা এতিম ভাগ্নেকে দেওয়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার আম্মা যেহেতু ৮০ বছর বয়স, রোজা রাখতে পারছেন না, তাহলে তিনি ফিদিয়া আদায় করবেন। প্রতিটি রোজার জন্য তিনি একবেলা করে খাওয়াবেন। উনি যেকোনো মিসকেনকে খাওয়াতে পারবেন। তবে, মিসকিন যদি নিকট আত্মীয় হয়, তাহলে তাকেও দিতে পারবেন। নিকট আত্মীয়দের অবস্থা খারাপ হলে তাকে ফিদিয়া দেওয়া বেশি উত্তম। এটাই অতি উত্তম। আত্মীয়দের মধ্যে কেউ যদি মিসকিন হয়, তাহলে নিশ্চিন্তে তাকে ফিদিয়া দিতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তা ছাড়া শুধু ফিদিয়া আর জাকাতের জন্য নয়, সবদিক দিয়েই সাহায্য করা উচিত। এটাই অধিক উত্তম।