আপনার জিজ্ঞাসা
কাউকে পছন্দ করলে দোয়ার মাধ্যমে চাওয়া যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০১১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ফরিদ আহমেদ জানতে চেয়েছেন, কাউকে পছন্দ করলে কি দোয়ার মাধ্যমে চাওয়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কাউকে পছন্দ করলে কি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাওয়া যাবে? যদি আমি কোনো মেয়েকে পছন্দ করি তখন তার পরিবারের কাছে প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে নফল নামাজ পড়ে চাইতে পারব কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই রকমের দোয়া আপনি করতে পারবেন। এই ধরনের দোয়া জায়েজ রয়েছে। তবে এখানে একটু কথা হচ্ছে, আপনি এখানে কল্যানের দোয়া চাইবেন। আপনি সুনির্দিষ্ট না করে কল্যানের জন্য দোয়া করবেন। আপনি দোয়ায় বলবেন, আল্লাহ আমার জন্য যেটা কল্যানকর সেটা কবুল করে দিন। অথবা এমন যে—যে নারীর সঙ্গে আমার বিয়েটা কল্যানকর রয়েছে সেটা কবুল করে দিন। মানে নির্দিষ্ট না করে কল্যানের জন্য দোয়া চাইবেন। নির্দিষ্ট করা নিয়ে আলেমদের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে। তবে এ ধরনের দোয়া করতে কোনো বাধা নেই।