আপনার জিজ্ঞাসা
কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়েজিদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন দর্শক জানতে চেয়েছেন, কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কাফির ও মুশরিকের মধ্যকার নীতিগত পার্থক্য আছে। তবে দুটোর পরিণতি একই। কারণ কাফির যেমন চিরস্থায়ী জাহান্নামি তেমনি মুশরিকও চিরস্থায়ী জাহান্নামি। কিন্তু কাফির হলো কমন ব্যাপার। এটা অনেক বেশি মানুষকে যুক্ত করে। মানে যেখানে কুফরি থাকবে কিংবা যেখানে ঈমানের পরিপন্থিমূলক কাজ থাকবে সেখানেই কাফির পাওয়া যাবে। অন্যদিকে মুশরিক হলো সেই ব্যক্তি যে শিরকে লিপ্ত হয়েছে। এটাও কুফরির একটি অংশ। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে সেই মুশরিক। প্রতিটি মুশরিক ব্যক্তিই হলো কাফির, কিন্তু প্রতিটি কাফির ব্যক্তি মুশরিক নয়। কুফরিটা হলো ব্যাপক। আর মুশরিকটা হলো নির্দিষ্ট।