আপনার জিজ্ঞাসা
কালেমা কত প্রকার?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮১তম পর্বে ই-মেইলের মাধ্যমে মাহিমা লাবনী জানতে চেয়েছেন, কালেমা কত প্রকার? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কালেমা কত প্রকার? কেউ বলেন চারটি আবার কেউ বলেন পাঁচটি আবার কেউ ছয়টির কথা বলেন।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে কালেমার কোনো প্রকার নেই। কালেমা যেটাকে বলছেন সেটা হলো শব্দ। এটি আরবি ভাষায় তিন প্রকার। এই তিন প্রকার হলো মূলত—বিশেষ্য, পদান্বয়ী অব্যয় ও ক্রিয়া। অনেকে ব্যাপারটা আসলে গুলিয়ে ফেলে। তাই এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এখনে যার মাধ্যমে আল্লাহর সাক্ষ্য দেওয়া হয় সেটা তাওহীদ। যেটি আল্লাহ যুগে যুগে নবী-রাসুল (সা.) কে দিয়ে পাঠিয়েছেন। আরেকটি হচ্ছে তাইয়্যেবা। আর শাহাদাত নামে আছে দুটি। এইগুলো সাক্ষ্য দেওয়ার জন্য। যে কোনোটাই পড়া যায়।