আপনার জিজ্ঞাসা
কেউ কৃত্রিম পা-দাঁত লাগালে মৃত্যুর পর কি খুলে রাখতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে মিরপুর থেকে আব্দুর রহমান জানতে চেয়েছেন, কেউ কৃত্রিম পা-দাঁত লাগালে মৃত্যুর পর কি তা খুলে রাখতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কেউ কৃত্রিম পা-দাঁত লাগালে মৃত্যুর পর কি খুলে রাখতে হবে?
উত্তর : ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। কেউ যদি দাঁত কিংবা কৃত্রিম পা লাগাতে চান প্রয়োজনে লাগাতে পারেন। এটা প্রয়োজনে তাগিদে লাগানো জায়েজ আছে। কৃত্রিম পা বা দাঁত লাগাতে সমস্যা নেই। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে ওইসব নিয়েই তাকে দাফন করতে পারেন। খুলে রাখার দরকার নেই। তবে যদি অনেক দামি কিংবা খুলে রাখাটা সহজ তখন আপনি চাইলে খুলে রাখতে পারেন। যেমন—স্বর্ণের দাঁত হতে পারে কিংবা মূল্যবান জিনিস তখন আপনি খুলে রাখতে পারেন। কিন্তু খুলতে যদি মৃত ব্যক্তি কষ্ট পেতে পারেন এমন আশঙ্কা থাকে তাহলে না খোলাটাই উত্তম। মৃত ব্যক্তি কষ্ট পেলে না খুললেই ভালো। যদি স্বাভাবিক হয় তাহলে খুলতে পারেন।