আপনার জিজ্ঞাসা
কেউ যদি নামাজের সামনে দিয়ে যায় তাহলে কি নামাজ হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯০১ তম পর্বে ই-মেইলের মাধ্যমে শায়েদ হোসেন জানতে চেয়েছেন, কেউ যদি নামাজের সামনে দিয়ে যায় তাহলে কি নামাজ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কেউ যদি নামাজের সামনে দিয়ে যায় তাহলে কি নামাজ হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নামাজরত অবস্থায় কেউ যদি আপনার সামনে দিয়ে যায় তাহলেও নামাজ হয়ে যাবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অতিক্রম করে সে গুনাহগার হবে। তবে আপনি সালাত আদায় করার আগে সামনে কিছু রাখবেন। এক ফুটের মতো কিছু রাখতে পারেন। এটাকে বলা হয়ে থাকে ছত্রা। এটা হলো নামাজ আদায়কারীর জন্য সুন্নাহ। তাই চলাচলের রাস্তায় দাঁড়ালে আপনাকে অবশ্যই ছত্রা ব্যবহার করতে হবে। নয়তো এসব জায়গায় আপনি গুনাহগার হবেন।