আপনার জিজ্ঞাসা
কেয়ামতের দিন কারা বেশি সম্মানিত হবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪১তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কেয়ামতের দিন কারা বেশি সম্মানিত হবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কেয়ামতের দিন কারা বেশি সম্মানিত হবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে, আপনার প্রশ্নটি অস্পষ্ট হয়েছে। কারণ, কেয়ামতের দিন আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সম্মানিত করবেন। কাউকে আরশের নিচে ছায়া দেবেন, কাউকে নুরের ওপর স্থান দেবেন। আবার কেউ আল্লাহর পাশে বসার মর্যাদা পাবেন। মানে বিভিন্ন মানুষ ভেদে সম্মানও আলাদা হবে। এটি সুনির্দিষ্ট নয়। এর জন্য সুনির্দিষ্ট প্রশ্ন করা উচিত। কাদের কথা আপনি জানতে চান, সেটি স্পষ্ট করে উল্লেখ করতে হবে।