আপনার জিজ্ঞাসা
কেয়ামত ও জান্নাতে আলেমদের জন্য কী মর্যাদা আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, কেয়ামত ও জান্নাতে আলেমদের জন্য কী মর্যাদা আছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কেয়ামত ও জান্নাতে আলেমদের জন্য কী মর্যাদা আছে? কী কী ফজিলত পাবেন তারা? নারীরাও কি একই মর্যাদা পাবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দেবেন আলেমদের। ঈমানদারদের আল্লাহ অনেক উঁচু পর্যায় রাখবেন। তবে সেগুলো কেমন হবে বা কোন পর্যায়ের হবে, সেটা আল্লাহই জানেন। তবে, আল্লাহ আলেমদের ভালো গ্রেড দেবেন। কোনো নারী যদি আলেম হন এবং সে অনুযায়ী আমল করেন, তাহলে তিনিও একই মর্যাদা পাবেন। পুরুষ হলে আলেম হবে, নারী হলে আলেম হবে না, এমন কোনো কথা নেই। এখানে নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। একজন নারী যদি সত্যিকার অর্থে ঈমানদার হন, আল্লাহকে প্রকৃতভাবে ভয় করেন, তাহলে তিনি অবশ্যই একই মর্যাদা পাবেন।