আপনার জিজ্ঞাসা
কোন কাজ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ষষ্ঠ পর্বে টেলিফোনের মাধ্যমে সিলেট থেকে আব্দুল গোফুর জানতে চেয়েছেন, কোন কাজ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোন কাজ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়? একজন বলেছেন—মাজারে টাকা দিয়ে শিরক করলেও নাকি খারিজ হয়। এটা কি সত্যি কথা?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি দীর্ঘ একটি আলোচনা। এর জন্য একজন ১০টি কারণ উল্লেখ করেছেন; আরেকটি হাদিসে ২৫টি কারণ উল্লেখ করা হয়েছে। সুতরাং এটি একটি দীর্ঘ আলোচনার ব্যাপার। এর মধ্যে কয়েকটি নিয়ে বলি আমরা। প্রথমত বলব, আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর কোনো হকের ব্যাপারে যদি শিরক করে, তারা খারিজ হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে কোনো কিছু প্রত্যাশা করা। যেমন—সন্তান চাওয়া কিংবা কোনো বিপদ থেকে মুক্ত হওয়ার দোয়া চাওয়া। এসব করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারো জন্য অদৃশ্য কিছুর কাছে কিছু দাবি করলেও খারিজ হবে। আর, মাজারে দান করে তার কাছে কিছু কামনা করলে, সে শিরক করল। এটি পুরোপুরি সত্য কথা। এ শিরক করলে সম্পূর্ণ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেউ না জেনেশুনে করলে এক কথা। তখন সে ক্ষমা চাইতে পারে কিংবা তওবা করতে পারে। কিন্তু, জেনেশুনে করলে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাকে আবার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কালেমা পড়তে হবে।