কোরবানির পশুর ছবি ফেসবুকে পোস্ট করা কি উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোরবানির পশুর ছবি ফেসবুকে পোস্ট করা কি উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোরবানির পশুর ছবি ফেসবুকে পোস্ট করা নিয়ে ইসলাম কী বলে? আমরা আজকাল এসব প্রায়ই দেখে থাকি। এসব করা কি উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি লোক দেখানোর জন্য যদি কোরবানির পশুর ছবি পোস্ট করা হয় তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। এখানে আল্লাহ শুধু মানুষের অন্তরের দিকটা দেখেন। কোরবানির পশু নিয়ে যারা এসব কাজ করে থাকেন তাদের এটি ঠিক নয়। এতে তো তিনি নিজেকে প্রচার করছেন যে—তিনি বড় পশু জবাই করছেন। এতে তো তিনি সওয়াব পাচ্ছেন না, বরং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, আল্লাহর সঙ্গে শিরক করছেন এতে আবার অন্য আমলগুলোও বরবাদ হচ্ছে। এটি যেহেতু শিরক সেহেতু এর মাধ্যমে অন্য আমলগুলোও নষ্ট হয়ে যাবে। কোরবানি আল্লাহর জন্য করবেন। এটি প্রচার করার মতো কিছু নয়। এটি প্রচার করার মতো কিছু নয়। এটা স্পষ্ট কথা।