আপনার জিজ্ঞাসা
কোরবানির মাংস বণ্টনের ব্যবস্থাপনা কেমন হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, কোরবানির মাংস বণ্টনের ব্যবস্থাপনা কেমন হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোরবানির মাংস বণ্টনের ব্যবস্থাপনা কেমন হবে?
উত্তর: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরবানির মাংস বণ্টনের আগে যারা পশু বানায়, তাদের হাদিয়া দেওয়ার পাশাপাশি মাংসও দেবেন। শুধু কোরবানির মাংস দিলেই হবে না। এ রকমটা করলে আপনার কোরবানি হবেই না। ইমামকেও পারিশ্রমিকের পাশাপাশি মাংস দেবেন। এরপর কোরবানির পশু শুধু আল্লাহ আমাদের খাওয়ার অনুমোদন দিয়েছেন, তাই আমরা খাই। নয়তো আল্লাহর জন্য করা কোরবানির পশু আল্লাহর রাস্তাতেই দেওয়া উচিত। এ ছাড়া দুস্থদের দিতে হয়, অভাবিদের দিতে হয়, আত্মীয়-স্বজনদেরও দিতে হয়। হাদিসে আছে—এ মাংস তিন ভাগে ভাগ করা হয়। এক ভাগ নিজের, আরেক ভাগ পাড়া-প্রতিবেশী; আর, আরেক অংশ দুস্থদের জন্য দিতে হয়। এভাবে আনন্দ ভাগাভাগি করার নামই তো ঈদের আনন্দ।