আপনার জিজ্ঞাসা
খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের সপ্তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে রাসেল জানতে চেয়েছেন, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া যাবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া যাবে কি? যদি খাদ্যদ্রব্য দিয়ে দিই তাহলে কতটুকু দেব?
উত্তর : ফিতরা খাদ্যদ্রব্যের মাধ্যমে দেওয়া হলো সুন্নাহ। শুধু সুন্নাহ নয়, তারচেয়েও গুরুত্বপূর্ণ। কারণ, অনেক ইমাম বলেছেন, খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে অন্যকিছু দিয়ে দিলে সেটা হবে না। যদিও এটা নিয়ে আলেমদের কিছুটা দ্বিমত আছে। কারণ, আরেকটি হাদিসে ইমাম আবু হানিফার এক রেওয়াজ অনুযায়ী, খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়েও ফিতরা দেওয়া জায়েজ আছে। এখন আমাদের বুঝতে হবে জায়েজ ও উত্তমের পার্থক্য। কারণ, জায়েজ কিংবা উত্তম দুটি আলাদা ব্যাপার। এটা নিয়ে অনেক বিশদ আলোচনা করতে হবে। আমরা কখনও এটা নিয়ে বিস্তারিত বলব। তবে, এ ক্ষেত্রে উত্তম হলো খাদ্য দিয়ে ফিতরা আদায় করা। সুন্নাহ হলো খাদ্যদ্রব্য দেওয়া। তাই, খাদ্যদ্রব্য দিয়েই দেওয়ার চেষ্টা করবেন। এ ক্ষেত্রে কতটুকু দেবেন? সেটার পরিমাণ হলো—সর্বনিম্ন দুই কেজি ৪০০ কিংবা ৫০০ গ্রাম পর্যন্ত। কারণ, একেকটি জিনিসের পরিমাণ একেক রকম। তাই, পরিমাপ করে দেওয়া। তবে, আমাদের প্রধান খাবার ভাত। তাই ভাতের চালটা দেওয়াটাই উত্তম।