আপনার জিজ্ঞাসা
ঘরে পিঁপড়ার সারি দেখলে কি কিছুর ইঙ্গিত দেয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে আজিমপুর ঢাকা থেকে রোকেয়া বেগম নামের একজন জানতে চেয়েছেন, ঘরে পিঁপড়ার সারি দেখলে কি কিছুর ইঙ্গিত দেয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঘরে পিঁপড়ার সারি দেখলে কি কিছুর ইঙ্গিত দেয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঘরে পিঁপড়ার সারি দেখলে কোনো কিছুর ইঙ্গিত দেওয়ার ব্যাখ্যা কোথাও এসেছে বলে আমার জানা নেই। এমন কোনো ব্যাখ্যা নেই। ঘরে খাবারের সন্ধান পেলে পিঁপড়া আসতেই পারে। এর জন্য আপনি পিঁপড়া আসার জায়গা বন্ধ করে দিতে পারেন। এটি কোনো বড় কোনো ব্যাপার নয়। খাদ্যের জন্য তো ওরা আসবেই। এটি স্বাভাবিক ব্যাপার। এগুলো নিজেদের ব্যবস্থাপনার ব্যাপার। মানুষের বাসার আশপাশে পিঁপড়া থাকবেই। এর জন্য ইসলামে কোনো বিধান নেই।