আপনার জিজ্ঞাসা
চেয়ারে বসে নামাজ পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের দশম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন একজন জানতে চেয়েছেন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অনেকেই দেখি চেয়ারে নামাজ পড়েন। চেয়ারে হাতে করে তাঁরা মসজিদে ঢুকছেন। এখন আমার প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে চেয়ার হাতে নিয়ে এলেই যে সুস্থ, তার কোনো দলিল কিন্তু নেই। এটা যেহেতু আরেকজনকে নিয়ে, আমি সেটার দিকে যাচ্ছি না। আমি শুধু মূলনীতি বলে দিচ্ছি। চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির ওজর থাকে, তাহলে তিনি পড়তে পারবেন। যেমন—তাঁর যদি হাঁটুতে সমস্যা থাকে বা কোমরে সমস্যা আছে কিংবা পা ভাঁজ করতে পারেন না, তাহলে চেয়ারে বসেই তাঁর সালাত হয়ে যাবে। দ্বিতীয়ত বলব, কোনো ব্যক্তি সব কাজ করতে পারেন, কিন্তু নামাজের জন্যই চেয়ার ব্যবহার করেন, তাহলে তাঁর সালাত মোটেই হবে না। তিনি যদি শুধু নামাজের ক্ষেত্রেই অলসতা করেন, তাহলে কোনোভাবেই তাঁর নামাজ হবে না। তৃতীয়ত হলো, কোনো আলেমের সঙ্গে নিজের ওজর নিয়ে কথা বলে নিবেন। আলেমের কাছে পরামর্শ নেবেন। নিজে নিজে চেয়ারে বসার সিদ্ধান্ত নেবেন না। মনে রাখেন, নামাজ পড়া কিন্তু তামাশা নয়। এটা ইবাদত, এটা সালাত। সুতরাং সামান্য ব্যথা হলে আপনি সালাত নিয়ে এটা করতে হবে।