আপনার জিজ্ঞাসা
জাকাতের টাকায় গরীব শিক্ষার্থীকে পড়ানো যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২য় পর্বে টেলিফোনের মাধ্যমে আমেরিকা থেকে রওশন জানতে চেয়েছেন, জাকাতের টাকায় কোনো গরীব শিক্ষার্থীকে পড়ানো যাবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জাকাতের টাকায় কোনো গরীব শিক্ষার্থীকে পড়ানো যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জাকাতের টাকা যদি কোনো অভাবগ্রস্থ বা গরীব শিক্ষার্থীকে দিতে চান দিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যদি কাউকে যদি হাফেজ বানান, সে যদি আরও পড়তে চায়, দ্বীনি শিক্ষা নিতে তাহলে আপনি তাকে আপনার জাকাতের টাকা দিয়ে পড়াতে পারবেন। যে কোনো অভাবী শিক্ষার্থীকে আপনি জাকাতের টাকা দিতে পারেন। কিন্তু দ্বীনি শিক্ষা হওয়াটা বাঞ্চনীয়। এটা জায়েজ আছে।