আপনার জিজ্ঞাসা
জাকাতের টাকা ভেঙে ভেঙে দেওয়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, জাকাতের টাকা ভেঙে ভেঙে দেওয়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জাকাতের টাকা ভেঙে ভেঙে দেওয়া যাবে কি?
উত্তর : প্রথম কথা হলো, কেন আপনি জাকাতের টাকা ভেঙে ভেঙে দেবেন? জাকাতের টাকা বের হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে হবে। যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে, তাহলে এক কথা। জাকাতের টাকার বিধান একটাই, এটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে। এটা তো পরের হক। পরের হক আপনি আপনার কাছে রাখবেন কেন? সুতরাং, জাকাতের টাকা যত দ্রুত পারেন, দিয়ে দেবেন। এটাই জাকাত আদায়ের নিয়ম। অন্যের হক নিজের কাছে রেখে দেওয়ার কোনো বিধান নেই। তবে যদি সুনির্দিষ্ট কারণ থাকে, তাহলে তিনি বিভিন্নভাবে দিতে পারেন। তবে, এর জন্যেও অবশ্যই একটি কারণ থাকতে হবে। যদি নির্দিষ্ট কারণ থাকে, তাহলেই কেবল আপনি ভেঙে দিতে পারবেন।