আপনার জিজ্ঞাসা
জানাজার সালাতে সুরা ফাতিহা না পড়লে কি ভুল হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা বসুন্ধরা থেকে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, জানাজার সালাতে সুরা ফাতিহা না পড়লে কি ভুল হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন: জানাজার সালাতে সুরা ফাতিহা পড়া কি সুন্নত, নফল নাকি ফরজ? জানাজার সালাতে সুরা ফাতিহা না পড়লে কি ভুল হবে? জানাজার সালাতে ভুল হলে কী করব?
উত্তর: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জানাজার সালাতে সুরা ফাতিহা পড়া হলো ফরজ। এটা নিয়ে কিছু কিছু আলেমের মধ্যে দ্বিমত আছে। কারণ কেউ কেউ বলেছেন, জানাজার সালাতে ফাতিহা পড়তে হবে আবার কেউ বলেছেন ফাতিহা না পড়লেও হবে। তবে সঠিক কথা হলো, সুরা ফাতিহা পড়া ফরজ। এটাই বিশুদ্ধ বক্তব্য। সুরা ফাতিহা ছাড়া যদি জানাজা করা হয় এটাও ভুল হবে না। যেহেতু এটা নিয়ে আলেমদের দ্বিমত আছে তাই ভুল হবে না। আর কেউ যদি ভুল করে সুরা ফাতিহা না পড়েন তাহলেও ভুল হবে না। তবে তার সালাত যেই মানের হওয়া উচিত সেই মানের হবে না। তবে অনেক আলেমরাই বলেছেন, এই সালাত শুদ্ধ হবে না। কিন্তু আমি মনে করি, তার সালাত হয়ে যাবে।