আপনার জিজ্ঞাসা
জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ধনিয়া ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, শিশুকে দ্বীনের শিক্ষা দেওয়ার দায়িত্ব কার বেশি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ
প্রশ্ন : জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে আপনি কী জানতে চেয়েছেন বুঝে আসে না। জান্নাতে সবচেয়ে পুরস্কার জানা নেই। এখানে আল্লাহকে দেখা এটাই তো সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু এটাকে পুরস্কার হিসেবে কেউ নিতে পারেন কি না সেটা জানা নেই। কারণ পুরস্কারের কথা কোথাও আসেনি। আল্লাহকে দেখা এটি তো অনেক বড় নেয়ামত। এখন পুরস্কারের বিষয়টি তো আপেক্ষিক। তাই এই ব্যাপারে স্পষ্ট বলা যাচ্ছে না।