আপনার জিজ্ঞাসা
জামাতে ঈমামের সঙ্গে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার নিয়মিত আয়োজনের ২৯৯৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে জসিম খান জানতে চেয়েছেন, জামাতে ঈমামের সঙ্গে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জামাতে ঈমামের সঙ্গে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জামাতে ঈমামের সঙ্গে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি নিয়ে আপনি জানতে চেয়েছেন। জামাতে ঈমাম যখন ডান দিকে সালাম ফেরাবেন এবং বাম দিকে সালাম ফেরাবেন এরপর মুসল্লিরা সালাম ফেরাবেন। মানে ঈমাম সালাম ফেরানোর পর মুসল্লিরা সালাম ফেরাবেন। এটি হলো সালাম ফেরানোর সঠিক পদ্ধতি। যদি কোনো কারণে কোনো মুসল্লি দোয়া মাসুরা পড়ে শেষ না করতে পারেন তখন তিনি ঈমামকে অনুসরণ করবেন। তখন তার জন্য দোয়া মাসুরা পড়া বাধ্যতামূলক হবে না। মানে ছুটে যাবে। তবে চেষ্টা করবেন পুরো পড়ে শেষ করার জন্য। তবে যতটুকু পড়েছেন ততটুকু পড়ে সালাম ফেরানোর চেষ্টা করবেন।