আপনার জিজ্ঞাসা
জামাতে কাতার ফাঁকা রাখা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জামাতে কাতার ফাঁকা রাখা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জামাতে কাতার ফাঁকা রাখা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জামাতের সময় এটি হচ্ছে সালাতের একামতের একটি অংশ। সালাতের পরিপূর্ণতার একটি অংশ। সুতরাং কোনো সন্দেহ নেই যে, আল্লাহ আমাদের যেভাবে করতে নির্দেশনা দিয়েছেন, সেটাই করতে হবে। এখানে একামত বলতে হলো, সালাতের বিধানের কথা বলছি। বিধান যেভাবে হবে, সেভাবেই করতে হবে। যদি ভুলে হয়ে যায়, মানে বেশি ফাঁকা হয়ে যায়, তাহলে গুনাহ হবে না। কিন্তু, কেউ যদি ইচ্ছামতো করেন, তাহলে সওয়াব তো কম হবেই। অনেকেরই সালাতে মন থাকে না, এটার কারণ এ জন্যই। সালাতের হুকুম আদায় হলেও, এতে সওয়াব কম থাকে। সালাতের পরিপূর্ণতা কম থাকে। তাই ফাঁকা রাখা জায়েজ নেই।