আপনার জিজ্ঞাসা
জামাতে জোহর পড়ার আগে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আব্দুল্লাহ জানতে চেয়েছেন, জামাতে জোহর পড়ার আগে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জামাতে জোহর পড়ার আগে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এ ক্ষেত্রে আপনি তাহিয়াতুল মসজিদের দুই রাকাতের নিয়ত জোহরের সুন্নতের সাথে করে নেবেন। এতে করে জোহরের সুন্নত দুই রাকাত ও তাহিয়াতুল মসজিদ দুটোই আদায় করা হয়ে যাবে। এটাই সঠিক নিয়ম। ইবাদতের মধ্যে নিয়তটা প্রয়োজনীয়। নিয়তের মাধ্যমে নামাজ নির্দিষ্ট হয়। তাই অবশ্যই জোহরের সুন্নতের সঙ্গে পড়তে হলে তাহিয়াতুল মসজিদের নিয়তও করে নিবেন।