আপনার জিজ্ঞাসা
জায়নামাজ একটু ভাঁজ করে রাখা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকার বসুন্ধরা থেকে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, জায়নামাজ একটু ভাঁজ করে রাখা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জায়নামাজ একটু ভাঁজ করে রাখা কি জায়েজ? আমরা দেখি যে, অনেকেই নামাজ শেষে জায়নামাজ বিছিয়ে রাখেন। তবে, হালকা একটু ভাঁজ করে রাখেন। এটি সঠিক কি না?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নামাজ শেষ করার পর জায়নামাজকে একটু ভাঁজ করে রাখা পুরোপুরি কুসংস্কার। এটি পুরোপুরি একটি ভ্রান্ত ধারণা। অনেকেই ধারণা করে যে, পুরো বিছিয়ে রাখলে শয়তান এসে যাবে কিংবা নানা কিছু। এটি পুরোপুরিই ভুল। এটি কুসংস্কার। সমাজের নানা জায়গায় এ ব্যাপারটা দেখা যায়। এ কুসংস্কারটি খুব ব্যাপকভাবে ছড়িয়েছে। এ আকিদা যাঁদের মধ্যে আছেন, তাঁরাও বিভ্রান্ত হবেন। তাই চেষ্টা করবেন এ কুসংস্কারটি থেকে বের হয়ে আসতে।