আপনার জিজ্ঞাসা
জিন-ভূত কি মানুষের রূপ ধারণ করতে পারে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে গোলাম কিবরিয়া নামের একজন জানতে চেয়েছেন, জিন-ভূত না-কি মানুষের রূপ ধরতে পারে, কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জিন-ভূত না-কি মানুষের রূপ ধরতে পারে, কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জিনের কথা বলেছেন ঠিক আছে। কিন্তু, ভূত বলতে কিছু নেই। এটি শুদ্ধ কথা নয়। এটি একটি কাল্পনিক ব্যাপার। অনেকে ধারণা করেছে যে, মানব আত্মা খারাপ কাজ করলে মৃত্যুর পর সেগুলো ভূতে পরিণত হয়। এটি একেবারেই অবান্তর কিংবা মিথ্যা একটি বক্তব্য। তবে, জিনের অস্তিত্ব রয়েছে। জিন আল্লাহর সৃষ্টি। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, জিনও তাই। এদের একটা বিশেষ ক্ষমতা আছে, সেটি হলো—এরা মানুষের বা যেকোনো কিছুর রূপ ধরতে পারে। নিজেদের অস্তিত্ব এরা গোপন রাখতে পারে। তাদের অবয়ব আগুনের তৈরি। তাই দৃশ্যমান নয়। এজন্য তারা বিভিন্ন রূপ ধরে দৃশ্যমান হতে পারে। যেমনিভাবে ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করতে পারতেন, তেমনি জিনও মানুষের রূপ ধারণ করতে পারে।