আপনার জিজ্ঞাসা
জুমার দিনে দুই আজানেই কি জবাব দিতে হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠানের ৭৪২তম পর্বে টেলিফোনের মাধ্যমে কামাল জানতে চেয়েছেন, জুমার দিনে দুই আজানেই কি জবাব দিতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জুমার দিনে তো দুইটা আজান দেওয়া হয়। আমার প্রশ্ন হলো—জুমার দিনে দুই আজানেই কি জবাব দিতে হবে?
উত্তর : ধন্যবা আপনার প্রশ্নের জন্য। জুমার দিনে যে দুইটি আজান দেওয়া হয় সে দুটিরই জবাব দিতে হবে। দুটিরই জবাব দেওয়া সুন্নাহ। এর ফজিলত আছে। এর জবাব দিলে সওয়াব হবে। তাই দুটি আজানেরই জবাব দেবেন এবং দোয়া পড়বেন। সেক্ষেত্রে আজানের জবাব দেওয়ার ফজিলত আপনি পাবেন। যদি কেউ একটি আজান দিয়ে থাকে কেউ চাইলে সেটা দিতে পারবে। তাতে কোনো সমস্যা নেই। তবে দুটির জবাব দেওয়া সুন্নাহ। তাই এর জবাব দেওয়ার প্রয়োজন আছে।