আপনার জিজ্ঞাসা
জুমার দিন মসজিদে দেওয়া খাবার কি বাসায় আনা যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯১তম পর্বে ই-মেইলের মাধ্যমে সিরাজগঞ্জ থেকে নাসিরউদ্দিন জানতে চেয়েছেন, জুমার দিন মসজিদে দেওয়া খাবার কি বাসায় আনা যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জুমার দিন মসজিদে দেওয়া খাবার কি বাসায় আনা যাবে? আমরা দেখি যে, জুমার দিন মিষ্টি বা শিরনি দেওয়া হয়। তখন বলা হয়ে থাকে যে, কাজটি পূরণ হয় তাহলে শিরনি দেব। এখন এসব খাবার যদি বাসায় আনি তাহলে কি ঠিক হবে?
উত্তর : ধন্যবাদ এই ভাইকে। এখানে আপনি যেটা বুঝিয়েছেন। তাতে বলা যায়—এটি মানতই হবে। অনেকটা শর্তযুক্ত। এই ধরনের খাবার বাসায় আনা উচিত নয়। এটা শুধুমাত্র ফকির-মিসকিনদেরই হক। আপনার জন্য উচিত নয় এই খাবার নিয়ে আনা এবং নিজের বাচ্চাকে খাওয়ানো। তবে এটার ধরন যদি এমন হয় যে—যদি তিনি নিয়ত করেন যে মসজিদের মুসল্লিদের খাওয়াবো তখন আনতে পারবেন। কিংবা কোনো মানত না থাকে তাহলে আনতে পারবেন। কিন্তু মানত হলে খাওয়াতে পারবেন না বাসায় আনতেও পারবেন না। তাই বিষয়টি স্পষ্ট করে বোঝা উচিত।