আপনার জিজ্ঞাসা
জুমার দিন মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৬৯তম পর্বে মিরপুর থেকে টেলিফোনে একজন জানতে চেয়েছেন, জুমার দিন মারা গেলে কি কবরের আজাব মাফ হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অনেকে বলেন, শুক্রবার যে ব্যক্তি মারা যান, ওই ব্যক্তির নাকি কোনো হিসাব হয় না, তিনি সরাসরি বেহেশতে যান। তাঁর কবরের আজাব নাই। এটা সত্য কি না?
উত্তর : ধন্যবাদ আপনাকে। না, হিসাব হবে না বা সরাসরি বেহেশতে চলে যাবে, এ ধরনের বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে যদি কেউ জুমার রাতে মারা যায়, তাহলে তাকে কবরের আজাব থেকে মানে কবরের যে শাস্তি আছে, সেই শাস্তি থেকে পরিত্রাণ বা মুক্তি দেওয়া হবে। এই মর্মে সহিহ হাদিস রয়েছে। কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে অথবা সরাসরি জান্নাতে চলে যাবে, এ ধরনের বক্তব্য হাদিসে আসেনি। যেটা এসেছে, সেটা হলো কবরের ফেতনা বা কবরের আজাব থেকে সে মুক্তি পাবে।