আপনার জিজ্ঞাসা
টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৯৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে দুবাই থেকে বশির আহমেদ জানতে চেয়েছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : টাকা দিয়ে ফিতরা আদায় করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। এটা নিয়ে সন্দেহ নেই। তবে এখানে কথা আছে। টাকা দিয়ে ফিতরা আদায় করা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে অবশ্যই আপনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন। এভাবে করাটা সুন্নাহ। এখানে কোনটি সুন্নাহ আর কোনটি সুন্নাহ নয় সেটি আমাদের ভালো করে বুঝতে হবে। এটা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। এক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হলো টাকা ফিতরা দেওয়া জায়েজ তবে উত্তম নয়।